সুরভী আল্পনা লেখাপড়া করেছেন দেশের সবচেয়ে নামকরা বিশ্ববিদ্যালয়ে। শিক্ষাজীবন শেষ না হতেই নিজের পছন্দে বিয়ে করেছিলেন। শুরুতে সব ঠিক ছিল, এক সন্তানের মা–ও হলেন সুরভী। সংকট শুরু হলো, যখন তিনি বিসিএস ক্যাডার হয়ে গেলেন। কোনোভাবেই তার এই সামাজিক অবস্থান মেনে নিতে পারছিলেন না দীর্ঘদিনের প্রেমিক স্বামী ও তার পরিবার।
এই দ্বন্দ্বে সম্পর্ক যখন প্রায় শেষ, তখন সুরভী একদিন দেখলেন, তার সঞ্চয়ী অ্যাকাউন্ট থেকে সব টাকা তুলে নেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই কাজটি করেছিলেন তার স্বামী। কারণ, সুরভীর কোন ব্যাংকে কত টাকা আছে, কবে কত টাকা তুলেছেন, কোনটির পাসওয়ার্ড কী; সবই তার স্বামীর জানা। সুরভীর ব্যস্ততার কারণে এসব দেখভাল তাকেই করতে হতো। ফলে টাকা তুলতে কোনো বেগ পেতে হয়নি।