ক্ষোভে ফুঁসছে এনবিআর

আজকের পত্রিকা প্রকাশিত: ০৮ আগস্ট ২০২৪, ০৮:৪৬

সরকার পতনের পালাবদলে বিভিন্ন অভিযোগ ও দাবিতে ফুঁসছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গতকাল সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা রাজস্ব ভবনে তাঁদের পুঞ্জীভূত বেশ কিছু দাবি ও ক্ষোভে সোচ্চার হয়েছেন। দাবির পরিপ্রেক্ষিতে এরই মধ্যে সংস্থাটির চেয়ারম্যান পদত্যাগ করেছেন বলে গুঞ্জন রয়েছে। সব দাবিদাওয়া নিয়ে একটি খোলাচিঠিও প্রকাশ করেছেন তাঁরা। এবারের মূল দাবি এনবিআরের চেয়ারম্যান সংস্থার কর্মকর্তাদের থেকেই করতে হবে। বৈষম্যবিরোধী রাজস্ব বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীর ব্যানারে তাঁরা এই খোলাচিঠি প্রকাশ করেন।


এনবিআর সূত্রে জানা যায়, গতকাল ভবনে বিক্ষোভ করেন কাস্টমস ও আবগারি ক্যাডার কর্মকর্তা সমিতির সদস্য ও কর্মচারী সমিতির সদস্যরা। পরে কর ক্যাডারের কর্মকর্তা ও কর্মচারীরাও পৃথকভাবে বিক্ষোভ করেন। বিক্ষোভে কাস্টমস ও আবগারি ক্যাডার সমিতির প্রতিনিধি ও সাবেক এনবিআরের সদস্য হুমায়ুন কবির, বর্তমান সদস্য ড. শহীদুল ইসলাম, হোসেন আহমেদসহ কর্মচারী সমিতির সদস্যরা অংশ নেন। তাঁরা এনবিআরে বিভিন্ন অনিয়ম ও স্বেচ্ছাচারিতা বন্ধের দাবি জানান। প্রায় একই দাবি করেন কর ক্যাডারের কর্মকর্তা ও কর্মচারীরাও। তাঁদের পক্ষ থেকে প্রকাশ করা খোলাচিঠিতে বলা হয়েছে, এনবিআর কাস্টমস ও কর ক্যাডারের ভেতর থেকেই চেয়ারম্যান করতে হবে। তাঁদের প্রস্তাব, শুল্ক ও আবগারি ক্যাডার থেকে দুই বছরের জন্য ও আয়কর ক্যাডার থেকে দুই বছরের জন্য সদস্যদের পালাক্রমে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হোক। তাঁদের আক্ষেপ, অন্য ক্যাডারের কর্মকর্তারা রাজস্ব কর্মকর্তাদের কষ্ট বুঝতে চান না।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us