সাতক্ষীরা কারাগার থেকে বেরিয়ে যাওয়া বন্দিরা ফিরে আসতে শুরু করেছেন। মঙ্গলবার (৬ আগস্ট) রাত পর্যন্ত অন্তত ৪০০ বন্দির ফেরত আসার কথা জানিয়েছে কারা কর্তৃপক্ষ। সাতক্ষীরা কারাগারের জেলার হাসনা জাহান বিথি বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার রাতে একদল বিক্ষুব্ধ লোক কারাগারে হামলা ও ভাঙচুর করলে ৫৯৬ জন বন্দি পালিয়ে যান।
প্রত্যক্ষদর্শী জানান, গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কয়েক হাজার জনতা একজোট হয়ে সাতক্ষীরা কারাগারের ফটক টপকে ভেতরে ঢুকে পড়েন। পরে কারাগারের প্রথম ফটক ভেঙে ভেতরে ঢুকে সেল ও সাধারণ ওয়ার্ড ভেঙে সব আসামি ও কয়েদি বের করে নিয়ে যান।