বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। তাঁরা দুজনই আওয়ামী লীগের কর্মী বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাঁদের নাম এখনো পাওয়া যায়নি।
রংপুর মেডিকেলে কলেজ হাসপাতাল মর্গের দায়িত্বে নিয়োজিত সর্দার আবদুল জলিল বলেন, হাসপাতালের জরুরি বিভাগ থেকে জানানো হয়েছে দুজন মারা গেছেন। তবে হাসপাতালে ভর্তি হওয়ার আগেই একজনের মৃত্যু হয়েছে। আরেকজনের বিষয়টি বিস্তারিত বলতে পারেননি।
আজ রোববার বেলা ১২টার দিকে শহরের সিটি বাজার ও জেলা পরিষদ সুপার মার্কেটের সামনে আওয়ামী লীগের সঙ্গে আন্দোলনকারীদের এ পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এদিকে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের নাম পাওয়া যায়নি। পুরো শহরজুড়ে উত্তাল পরিস্থিতি বিরাজ করছে।