চলমান ছাত্র আন্দোলনের মধ্যেই আজ রাজধানী ঢাকার সব ওয়ার্ড এবং দেশের সব জেলা ও মহানগরীতে জমায়েতের কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। তবে স্বল্প কিছু কর্মী-সমর্থক ছাড়া এখনো নেতাকর্মীদের সেভাবে মাঠে নামতে দেখা যায়নি।
রোববার (৪ আগস্ট) সকালে রাজধানীর শ্যামলী, মোহাম্মদপুর, ধানমণ্ডি, শাহবাগ, কারওয়ানবাজার, বাংলামোটর ও শাহবাগ ঘুরে এ চিত্র দেখা গেছে।
রাজধানীর মোহাম্মদপুরে টাউন হলের সামনে আওয়ামী লীগ এবং এর সহযোগী ও অঙ্গ সংগঠনের স্বল্প কিছু নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা যায়। তারা রাস্তার আইল্যান্ডের পাশে বসে অবস্থান কর্মসূচি পালন করছেন।
কর্মসূচি পালন প্রসঙ্গে মোহাম্মদপুর থানা মহিলা আওয়ামী লীগের কর্মী হামিদা বানু বণিক বার্তাকে বলেন, এত দিন আমরা সহনশীল অবস্থান দেখিয়েছি। এখন যেহেতু তারা সরকার পতনের ডাক দিয়েছে, আর ঘরে বসে থাকতে চাই না। পরিস্থিতি মোকাবেলায় আমরা মাঠে নেমেছি। স্বল্ব সংখ্যক কর্মী সংখ্যা প্রসঙ্গে জানতে চাইলে তিনি জানান, যতদূর জানি সকাল ১০টার পর থেকেই সবাই মাঠে নামবে। আমাদের সকাল ৯টা থেকে মাঠে নামার নির্দেশনা ছিল।