সরকারি চাকরিতে কোটা নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনে জটিলতা তৈরির জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে দায়ী করে ২৪ ঘণ্টার মধ্যে তাকে দল ও সরকার থেকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টি।
শনিবার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলন করে এ দাবি জানায় তারা।
দলের নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ বলেন, “শুরুতে একটা শান্তিপূর্ণ আন্দোলন ছিল। শিক্ষার্থীদের সঙ্গে আলাপ করলেই এই সমস্যার সমাধান হয়ে যেত। কিন্তু তা না করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বললেন ‘শক্তি প্রয়োগ করে তাদের দমন করা হবে।’