পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর লাহোরে আজ বৃহস্পতিবার রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। দেশটির জাতীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে, বৃষ্টিতে ১ কোটি ৩০ লাখ মানুষের এই শহরের রাস্তাঘাট তলিয়ে গেছে। বিভিন্ন হাসপাতালে পানি ঢুকে পড়েছে, এমনকি বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটছে।
পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, তিন ঘণ্টায় শহরটিতে প্রায় ৩৬০ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা রেকর্ড। আগের রেকর্ড ছিল ১৯৮০ সালের জুলাই মাসে। সেবার বৃষ্টি হয়েছিল ৩৩২ মিলিমিটার। অধিদপ্তরের উপপরিচালক ফারুক দার এএফপিকে বলেন, ‘আজকের বৃষ্টি রেকর্ড ভাঙার।’