আইফোনের হোম স্ক্রিন ও অ্যান্ড্রয়েড হোম স্ক্রিনের অন্যতম বড় পার্থক্য হল অ্যান্ড্রয়েড হোম স্ক্রিনে বেছে বেছে অ্যাপ রাখা যায়। অন্যদিকে আইফোনের সব অ্যাপ সরাসরি জায়গা পায় হোম স্ক্রিনে।
এ ফিচারটি আইফোনের অ্যাপ চালু করা সহজ করলেও অনেকেরই বিষয়টি বিরক্তিকর লাগতে পারে, বিশেষ করে যারা ফোনের স্ক্রিন গুছিয়ে রাখতে পছন্দ করেন। আইফোনের অ্যাপ লাইব্রেরি ফিচারের মাধ্যমে অ্যাপ সংক্রান্ত ঝামেলা মেটানোর একটি উপায় পাওয়া গেলেও, অনেকের জন্য হোম স্ক্রিনই অ্যাপ রাখার প্রাথমিক জায়গা।
কেউ যদি অ্যাপ লুকাতে চান তবে হোম স্ক্রিনের ফিচারটি একটি সমস্যা হয়ে দাঁড়ায়। ব্যক্তিগত তথ্য থাকতে পারে এমন অ্যাপ অথবা ব্যংকিং অ্যাপ হোম স্ক্রিনে ভেসে থাকা মোটেও কাম্য নয় বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট ডিজিটাল ট্রেন্ডস।