আরামদায়ক পোশাক হিসেবে একদিকে জিন্সের যেমন তুলনা নেই, তেমনি শার্ট হোক কিংবা কুর্তি, এর সঙ্গে যা-ই পরুন না কেন, সবই মানায়। তবে অনেক ক্ষেত্রেই দেখা যায় নতুন জিন্স কেনার কয়েকদিনের মধ্যেই রঙ ফ্যাকাশে হয়ে যায়। জেনে নিন কী ভাবে কাচলে বেশি দিন টিকবে জিন্সের রঙ।
• অনেকেই একই জিন্স অনেক দিন পরেন। আলমারিতে একাধিক জিন্স থাকলেও পছন্দের একটি-দু’টিই ঘুরিয়ে-ফিরিয়ে পরেন। বেশি বার জিন্স কাচলে রঙ ফ্যাকাশে হয়ে যাবে। তাই ঘুরিয়ে-ফিরিয়ে পরুন। বেশি ঘন ঘন কাচবেন না। এতে বেশি দিন টিকবে।
• জামাকাপড় বেশি নোংরা হলে অনেক সময়েই গরম পানিতে কাচা হয়। জিনসের ক্ষেত্রে কিন্তু সেই ভুল করবেন না। জিনস সব সময় ঠান্ডা পানিতে কাচুন। তা হলেই রঙ টিকবে দীর্ঘ দিন।
• জিন্স কাচার সময় সব সময়ে উল্টো করে নিতে ভুলবেন না। এতে রঙ ফিকে হবে না। হাতে ধুলেই ভাল। ওয়াশিং মেশিনে কাচলে রঙ তাড়াতাড়ি ফ্যাকাশে হয়ে যায়।