এআই স্টুডিও নামে নতুন একটি এআই টুল প্রকাশ করতে যাচ্ছে ফেইসবুকের মালিক কোম্পানি মেটা।
নতুন এ স্টুডিওর মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের পছন্দমত নকশা করে চ্যাটবট তৈরি করতে পারবনে। বটটি শেয়ারও করা যাবে বলে সোমবার জানিয়েছে কোম্পানিটি।
ইনস্টাগ্রামের কনটেন্ট নির্মাতারা এআই চ্যাটবট-কে “নিজেদের একটি এক্সটেনশন হিসেবে” ব্যবহারের অনুমতি পাবেন। চ্যাটবটটি নির্মাতাদের সাধারণ মেসেজ, অনুসারীদের প্রশ্ন ও স্টোরির উত্তর দিতে কাজে লাগবে বলে জানিয়েছে মেটা।