সদ্যপ্রয়াত কণ্ঠশিল্পী হাসান আবিদুর রেজা জুয়েলের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে আজ মঙ্গলবার (৩০ জুলাই) বাদ আসর রাজধানীর গুলশান আজাদ মসজিদে। সন্ধ্যা ৬টায় তেজগাঁওয়ে চ্যানেল আই প্রাঙ্গণে দ্বিতীয় জানাজার পর বনানী গোরস্থানে দাফন করা হবে জুয়েলকে।
২০১১ সালে জুয়েলের লিভার ক্যানসার ধরা পড়ে। পরে সেটি ছড়িয়ে পড়ে ফুসফুস এবং হাড়ে। দেশ ও দেশের বাইরের বিভিন্ন হাসপাতালে তার চিকিৎসা চলছিল। গত অক্টোবর মাস থেকে জুয়েলকে প্যালিয়েটিভ কেয়ারে রাখা হয়েছিল। শারীরিক অবস্থার অবনতি হলে গত মঙ্গলবার তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকাল ১১টা ৫৩ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি এক সন্তানের বাবা।