বাড়িতে ছুরি দিয়ে সবজি কাটতে গিয়ে কুপোকাত হয়ে যান অনেকেই। আবার কেউ কাটতে জানলেও সব টুকরোর সমান সাইজ থাকে না। তবে এবার নিখুঁতভাবে টমেটো কেটেই বিশ্ব রেকর্ড গড়লেন কানাডার শেফ ওয়ালেস ওং। তাও আবার সব টমেটোর টুকরো ছিল একই আকারের। এমনকী চোখে কালো কাপড় বেঁধেই নয়টি টমেটো এক মিনিটে কেটে ফেলেন তিনি। আর তাঁর এই পারদর্শিতার জন্য কুড়িয়ে নেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে এই টমেটো কাটার ভিডিয়োটি পোস্টও করা হয়।