কয়েকজন মন্ত্রীর দাবি অনুযায়ী বিশেষ মতাদর্শ ও রাজনৈতিক গোষ্ঠী কর্তৃক ধ্বংসাত্মক কার্যক্রম করে দেশকে অস্থিতিশীল করা, নানা কারণে বিক্ষুদ্ধ সাধারণ মানুষকে উসকে দিয়ে 'সরকার উৎখাতে'র চেষ্টা ছিল। তাদের দাবি সত্য হলে আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে তার নিন্দা জানাই এবং এটা বুঝতে হবে যে উন্নয়ন ও সামগ্রিক অগ্রযাত্রা-বিরোধী অভ্যন্তরীণ শত্রুর মুখোমুখি আমাদের দেশ।
জনগণের সম্পদ ধ্বংস করা এবং সরকারি অফিস, গাড়ি, গণপরিবহন, ইন্টারনেট অবকাঠামোতে আগুন দেওয়া অত্যন্ত নিন্দনীয় কাজ। এর মাধ্যমে দেশের বাণিজ্য, উৎপাদন ও নাগরিকের দৈনন্দিন জীবন রুদ্ধ হয়ে যায়। এসব অপরাধীদের পরিচয় প্রকাশ এবং আইনের আওতায় এনে শাস্তি দেওয়া জরুরি। বাংলাদেশের বিরুদ্ধে এসব কর্মকাণ্ড উদঘাটনে আমরা গণমাধ্যম সরকারকে সহায়তা করব। যারা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল তাদের প্রতিহত ও পরাজিত করতে হবে।