হিন্দি ওয়েব সিরিজ করার পর বছর না ঘুরতেই ফের বলিউডি সিনেমায় পা রাখার খবর এসেছে ভারতীয় বাংলা সিনেমার সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের।
আনন্দবাজার লিখেছে, প্রসেনজিৎ এখন মুম্বাইয়ে আছেন। নতুন কাজ নিয়ে আলোচনার জন্যেই ওই শহরে গেছেন তিনি।
সিনেমার নামধাম প্রকাশ না করে কলকাতার এই বাংলা দৈনিক জানিয়েছে, তারকাখচিত এই নতুন হিন্দি সিনেমায় অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎকে। শোনা যাচ্ছে সিনেমার প্রযোজক এবং পরিচালকও প্রথম সারির। সব ঠিক থাকলে শুটিং শুরু হবে সেপ্টেম্বরে।