স্যাটেলাইটে সাইবার হামলা ঠেকাতে নতুন উদ্যোগ

প্রথম আলো প্রকাশিত: ১৭ জুলাই ২০২৪, ১৬:৩২

মহাকাশে থাকা স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ লক্ষ্য করে সাইবার হামলার ঘটনা বাড়ছে। ফলে স্যাটেলাইটের নিরাপত্তা নিশ্চিত করতে মাঝেমধ্যেই বেশ বেগ পেতে হয় যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসাকে। এ সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্রের সামরিক ও বেসামরিক স্যাটেলাইটে সাইবার হামলা ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে দেশটির সামরিক বাহিনী। কমার্শিয়াল অগমেন্টেশন স্পেস রিজার্ভ (সিএএসআর) প্রকল্পের আওতায় হ্যাকারদের হাত থেকে বিভিন্ন সামরিক ও বেসামরিক স্যাটেলাইটগুলোকে রক্ষা করবে তারা। মহাকাশে সাইবার আক্রমণের ক্রমবর্ধমান হুমকির বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখতেই এ উদ্যোগ।


মহাকাশে থাকা গুরুত্বপূর্ণ স্যাটেলাইটের পাশাপাশি অন্যান্য মহাকাশ অবকাঠামোতেও সাইবার হামলার ঝুঁকি বাড়ছে। আবার বিভিন্ন দেশের গোয়েন্দা স্যাটেলাইট বা সামরিক যোগাযোগের স্যাটেলাইটগুলোও বিপদের কারণ হয়ে দেখা দিয়েছে। এরই অংশ হিসেবে স্যাটেলাইটে সাইবার হামলা ঠেকানোর উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us