একটু বৃষ্টি হলেই দেখা যায় রাস্তায় এক হাঁটু পানি জমে যায়। এ সময় সবচেয়ে বেশি ভোগান্তিতে পোহাতে হয় সবাইকে। বিশেষ করে গাড়ি, বাইক, সিএনজি রাস্তার মাঝে বন্ধ হয়ে যাওয়া কোনো নতুন ঘটনা নয়। জল থৈ থৈ রাস্তায় গাড়ি, বাইক চালানো যেন এক বড় চ্যালেঞ্জ।
অনেক সময় দেখা যায় হাঁটু সমান পানিতে এসে আপনার বাইকের স্টার্ট বন্ধ হয়ে গেছে, আর স্টার্ট নিচ্ছে না। সাইলেন্সারে পানি ঢুকে যাওয়ায় বাইকটি বন্ধ হয়ে যায় বা প্লাগটি দীর্ঘদিন ধরে পরিষ্কার না করায় বা ব্যাটারি কারেন্ট সরবরাহ করা বন্ধ করে দেয়।