রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হচ্ছে ছাত্রলীগ, অনেকের হাতে হকিস্টিক–স্টাম্প–লাঠি

প্রথম আলো প্রকাশিত: ১৬ জুলাই ২০২৪, ১৫:২৩

বিক্ষোভ সমাবেশ করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হচ্ছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। সমাবেশে ছাত্রলীগের নেতা-কর্মীদের অনেকে হাতে হকিস্টিক, স্টাম্প, কাঠ, লাঠি, রড, জিআই পাইপ নিয়ে এসেছেন।


আজ মঙ্গলবার দুপুর দেড়টায় ছাত্রলীগের এই সমাবেশ শুরু হওয়ার কথা। তবে দুপুর আড়াইটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত সমাবেশ শুরু হয়নি।


এদিকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদেরও আজ বিকেল তিনটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের ক্যাম্পাসে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করার কথা রয়েছে।


আজ দুপুর সোয়া দুইটা থেকে ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হতে শুরু করেন।

রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশের প্রস্তুতির অংশ হিসেবে আগেই সাউন্ড সিস্টেম বসিয়েছে ছাত্রলীগ।


ছাত্রলীগ আজকের কর্মসূচিকে বলছে ‘বাঙালির মহান স্বাধীনতাকে কটাক্ষ, একাত্তরের ঘৃণিত গণহত্যাকারী রাজাকারদের প্রতি সাফাই, আন্দোলনের নামে অস্থিতিশীলতা তৈরি এবং সাধারণ শিক্ষার্থী ও নেতা-কর্মীদের ওপর বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

বাড়ি ফেরার অপেক্ষায় গুলিবিদ্ধরা

বিডি নিউজ ২৪ | জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পূর্নবাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল)
১১ ঘণ্টা, ৪৪ মিনিট আগে

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us