উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য তৈরি গেমকে সহজে ম্যাকওএস ও আইওএসের উপযোগী করতে নিজেদের গেম পোর্টিং টুলকিট হালনাগাদ করছে অ্যাপল। নতুন এ সুবিধা চালু হলে উইন্ডোজে চলা গেম ম্যাকওএসের পাশাপাশি আইফোন ও আইপ্যাডেও খেলা যাবে।
গত বছর গেম পোর্টিং টুলকিট চালুর মাধ্যমে উইন্ডোজ গেমকে ম্যাক কম্পিউটারের উপযোগী হিসেবে তৈরির সুযোগ চালু করে অ্যাপল। ‘গেম পোর্টিং টুলকিট ২.০’ নামের নতুন সংস্করণটি কাজে লাগিয়ে এবার উইন্ডোজে চলা গেমগুলো আইফোন ও আইপ্যাডের উপযোগী করা যাবে। ফলে জনপ্রিয় উইন্ডোজ গেমগুলো আইফোন ও আইপ্যাডে খেলার সুযোগ পাবেন ব্যবহারকারীরা।