নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন খড়গা প্রসাদ শর্মা ওলি। স্থানীয় সময় সোমবার তিনি শপথ নেন। এর আগে রোববার দেশটির প্রেসিডেন্ট রাম চন্দ্র পাউডেল তাকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা দেন। ৭২ বছর বয়সী কেপি শর্মা দেশটির কমিউনিস্ট পার্টির প্রধান। এবার তার দল মধ্য-বামপন্থি নেপালি কংগ্রেস পার্টির সঙ্গে জোট সরকার গঠন করেছে।
এ নিয়ে চতুর্থবারের মতো নেপালের প্রধানমন্ত্রী হলেন কেপি শর্মা ওলি। প্রেসিডেন্ট রাম চন্দ্র পাউডেলের কাছে শপথ গ্রহণের সময় তিনি বলেন, আমি, কেপি শর্মা ওলি দেশ ও জনগণের নামে অঙ্গীকার করছি যে আমি সংবিধানের প্রতি অনুগত থাকব... এবং প্রধানমন্ত্রী হিসেবে আমার দায়িত্ব পালন করব।