১৯৬৬ বিশ্বকাপ জয়ের পর আর কখনো বড় শিরোপার দেখা পায়নি ইংল্যান্ড। গত ইউরোতে শিরোপার দ্বার প্রান্তে গিয়েও ফাইনালে হেরে ফিরে আসতে হয়েছে হতাশা নিয়ে। সেবার ইতালির কাছে টাইব্রেকারে হেরেছিল ইংলিশরা।
তবে এবার আর ফাইনাল থেকে হতাশা নিয়ে ফিরতে চান না ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন। যেকোনো মূল্যে আজ রাতের ফাইনালে স্পেনকে হারিয়ে ট্রফি নিয়েই ফিরতে চান ঘরে। এমনকি এই ট্রফির জন্য কেইন ক্যারিয়ারের সব অর্জনও বিনিময় করতে রাজি আছেন বলে মন্তব্য করেছেন।