ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে লোকসভা নির্বাচনে ব্যাপক সাফল্যের পর বিধানসভার চারটি আসনের উপনির্বাচনেও জিততে চলেছে তৃণমূল। এই চারটি আসনের মধ্যে তিনটি ছিল বিজেপির আর একটি ছিল তৃণমূলের দখলে।
তৃণমূলের দখলে ছিল কলকাতার মানিকতলা আসন। বিজেপির দখলে থাকা তিনটি আসন হচ্ছে—নদীয়ার রানাঘাট দক্ষিণ, উত্তর ২৪ পরগনার বাগদা ও উত্তর দিনাজপুরের রায়গঞ্জ। প্রার্থীর মৃত্যু, লোকসভায় নির্বাচন করার কারণে এই চারটি আসন শূন্য হয়। সেই চার আসনের উপনির্বাচনে ভোট হয় গত বুধবার।