২০২৪ কোপা আমেরিকা শেষের দিকে। মায়ামির হার্ডরকে পরশু আর্জেন্টিনা-কলম্বিয়া ম্যাচ দিয়ে শেষ হচ্ছে ২৫ দিনের এই টুর্নামেন্ট। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন কানাডা কোচ হেসে মার্শ।
এবারের কোপা আমেরিকা অনেক বেশি সমালোচিত উরুগুয়ে-কলম্বিয়া দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচের কারণে। ক্যারোলিনার ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামকে পরশু ফুটবল মাঠ নয়, যেন ‘কুরুক্ষেত্র’ মনে হচ্ছিল। ম্যাচ শেষে উরুগুয়ে-কলম্বিয়ার খেলোয়াড়, সাপোর্টিং স্টাফরা হাতাহাতিতে জড়িয়েছেন। এমনকি ভক্ত-সমর্থকদের সঙ্গে খেলোয়াড়দের মারামারির ঘটনাও ঘটে। উরুগুয়ের অধিনায়ক হোসে মারিয়া হিমেনেজ সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, গ্যালারিতে ফুটবলারদের পরিবারও এসেছিল ম্যাচ দেখতে। পরিবারের সদস্যদের রক্ষার্থেই এমন বেপরোয়া হয়েছেন বলে দাবি হিমেনেজের।