কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির নানা ধরনের ব্যবহার নিয়ে বেশ আশাবাদী মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। তাই তিনি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে কৃত্রিম বুদ্ধিমত্তার বহুমাত্রিক ব্যবহারের পক্ষে। গত মঙ্গলবার নিজের ব্লগসাইট ‘গেটস নোটস’-এ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি বিদ্যালয়ের এআই ব্যবহার করার বিষয়ে একটি প্রবন্ধ প্রকাশ করেছেন বিল গেটস। সেখানে তিনি লিখেছেন, ‘আমি যখন ছোট ছিলাম, আমার মা–বাবা আমাকে সিয়াটেলের বিশ্ব মেলায় নিয়ে গিয়েছিলেন। সেখানে চমৎকার সব প্রযুক্তি আমার কাছে বিজ্ঞান কল্পকাহিনি–উপন্যাসের মতো মনে হয়েছিল।
সেই মেলায় আমাকে একাধিকবার নিয়ে যেতে মা–বাবাকে বলতাম। প্রতিবার মেলার মাঠে হাঁটতে গিয়ে ভবিষ্যতের আভাস পেতাম আমি। নিউইয়র্কের একটি শ্রেণিকক্ষে আমি সেই অনুভূতি আবারও অনুভব করেছি।’