যারা নিয়মিত বাইক ব্যবহার করেন তাদের সবচেয়ে বেশি চিন্তার বিষয় হচ্ছে, কীভাবে বাইকের মাইলেজ বাড়ানো যায়। বাইক কেনার সময় মাইলেজ সম্পর্কে জেনে নেওয়া খুবই জরুরি। তবে বাইক চালানোর কিছুদিন পরই দেখা যায় মাইলেজ কমতে থাকে।
মাঝে মাঝেই দেখা যায় শখের মোটরসাইকেল ভালো মাইলেজ দিচ্ছে না! ছোট্ট একটা কাজ করলেই বাইকের মাইলেজ বাড়াতে পারবেন। বাইকের একটি ছোট স্পার্ক প্লাগ পরিবর্তন করে, বাইকটির মাইলেজ কিছুটা বাড়ানো যেতে পারে। পুরোনো স্পার্ক প্লাগ পরিবর্তন করা বাইকের মাইলেজ বাড়াতে পারেন।