জলহস্তী একটা নির্দিষ্ট সময় পর্যন্ত শূন্যে ভেসে থাকতে পারে। স্তন্যপায়ী প্রাণীদের ওপর চালানো নতুন এক গবেষণায় এমন চমকপ্রদ তথ্য উঠে এসেছে। যুক্তরাজ্যভিত্তিক রয়্যাল ভেটেরিনারি কলেজ (আরভিসি) এ গবেষণা চালায়।
গবেষণার ফলাফলে দেখা গেছে, খুব দ্রুত চলার সময় একটি জলহস্তী দশমিক ৩ সেকেন্ড বাতাসে ভেসে থাকতে পারে।
আরভিসি বলছে, হাতি, ঘোড়া, গন্ডারসহ স্থলভাগের সব প্রাণীর মধ্যে শুধু জলহস্তী বিশেষভাবে দুলকি চালে চলতে পারে।