অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য সুখবর। স্মার্টফোনে অন্য অ্যাপ ব্যবহারের সময়ও নির্দিষ্ট ওয়েবপেজে থাকা তথ্য পড়ে শোনাবে ক্রোম ব্রাউজার। অর্থাৎ স্মার্টফোনে সামাজিক যোগাযোগমাধ্যম স্ক্রল করা বা ছবি দেখার সময়ও নির্দিষ্ট ওয়েবপেজের তথ্য শোনা যাবে। ফলে গান শোনার আদলে ওয়েবপেজের তথ্য জানার পাশাপাশি স্মার্টফোনে বিভিন্ন কাজ করার সুযোগ মিলবে। নতুন এ সুবিধা চালুর জন্য ক্রোম ব্রাউজারের ‘লিসেন টু দিজ পেজ’ সুবিধা উন্নত করতে কাজ করছে গুগল।
বর্তমানে লিসেন টু দিজ পেজ সুবিধা কাজে লাগিয়ে নির্দিষ্ট ওয়েবপেজের তথ্য শোনা গেলেও ক্রোম ব্রাউজার থেকে বেরিয়ে গেলেই তা বন্ধ হয়ে যায়। ফলে ব্যবহারকারীরা বাধ্য হয়ে ক্রোম ব্রাউজার চালু রাখেন। এ সমস্যা সমাধান করতেই নতুন সুবিধা চালু করতে যাচ্ছে গুগল। এরই মধ্যে সুবিধাটির কার্যকারিতা পরীক্ষা করছে প্রতিষ্ঠানটি।