চলতি বছরের এপ্রিলে পাকিস্তানের সাবেক ক্রিকেটার মুশতাক আহমেদকে স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ করেছিল বিসিবি। চুক্তিতে বলা হয়েছিল, টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত টাইগার স্পিনারদের নিয়ে কাজ করবেন এই পাকিস্তানি।
চুক্তির শর্তানুযায়ী, বাংলাদেশের সঙ্গে থাকতে আর বাধ্য নন মুশতাক। তবে বোর্ড চেয়েছিল তার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে। কারণ, মুশতাকের অধীনে থেকে বিশ্বকাপে দারুণ পারফর্ম করেছেন রিশাদ হোসেন। তবে নিজের কথায় অনড় মুশতাক। পাকিস্তানি এই কোচ আগেই কথা দিয়ে রেখেছিলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে (ইসিবি)।