ফ্রান্সে পার্লামেন্ট নির্বাচনে দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলছে। রোববারের এ ভোটে কট্টর-ডানপন্থি ন্যাশনাল ব়্যালিকে ঠেকাতে একজোট হয়ে লড়ছে মধ্যপন্থি ও বামপন্থি দলগুলো।
গত রোববার ফ্রান্সে প্রথম দফা ভোটে ঐতিহাসিক জয় পাওয়া মারিন লু পেনের কট্টর-ডানপন্থি ন্যাশনাল ব়্যালি (আরএন) দ্বিতীয় দফা ভোটেও জয়ী হওয়ার আশা করছে।
তবে দলটি সংখ্যাগরিষ্ঠতা নাও পেতে পারে বলে সংশয় রয়েছে। সেক্ষেত্রে ভোটের ফলে একটি ঝুলন্ত পার্লামেন্ট হওয়ারও শঙ্কা আছে।