বাংলাদেশের একমাত্র টি-টোয়েন্টি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগে তো নিয়মিতই খেলছেন সাকিব আল হাসান। বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলেও খেলেছেন। পাকিস্তানের পিএসএল, ওয়েস্ট ইন্ডিজের সিপিএলেও তিনি নিয়মিত। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি, সংযুক্ত আরব আমিরাতের টি-টেন লিগেও সাকিব খেলেছেন। এর বাইরে ক্যারিয়ারের শুরুতে তিনি কাউন্টি ক্রিকেটেও খেলেছেন।
আজ সাকিবের অভিষেক হয়ে গেল তাঁর আরেক ‘ঘর’ যুক্তরাষ্ট্রের ফ্র্যাঞ্চাইজি লিগ মেজর লিগ ক্রিকেটে (এমএলসি)। আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের এমএলসি ফ্র্যাঞ্চাইজি লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স তাদের প্রথম ম্যাচ খেলেছে টেক্সাস সুপার কিংসের বিপক্ষে। ম্যাচটিতে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে খেলেছেন সাকিব। ব্যাট হাতে ৪ নম্বরে নেমে ১৩ বলে ১৮ রান করেছেন তিনি, ৩ ওভার বোলিং করে ৩২ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। সাকিবের দল জিতেছে ১২ রানে।