পুলিশে সব ‘সুবিধা সিনিয়র অফিসারদের জন্য’

ডেইলি স্টার প্রকাশিত: ০৬ জুলাই ২০২৪, ১৩:২৮

তের বছর আগে মো. হালিম (ছদ্মনাম) পুলিশ পরিদর্শক হিসেবে পদোন্নতি পেয়েছিলেন।


এরপর থেকে তিনি ঢাকার বিভিন্ন থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন।


২০১৭ সালে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতির জন্য তার নাম তালিকাভুক্ত করা হলেও ছয় বছর পরও তিনি সেই ডাকের অপেক্ষায় আছেন।


সম্প্রতি তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'মনে হচ্ছে কর্তৃপক্ষ আমাদের যোগ্য বলে মনে করে না। নইলে তারা আমাদের পদোন্নতি দিত।'


'সব সুবিধা সিনিয়রদের জন্য। ১০ থেকে ১২ বছর মাঠপর্যায়ে কাজ করার পরও কেন আমরা পদোন্নতি পাব না? এটা আমার এবং আমার পরিবারের জন্য বিব্রতকর।'


পুলিশ সদর দপ্তরের তথ্য অনুসারে, ২০১৭ সালে এএসপি পদোন্নতির জন্য ৬৫৫ জন পরিদর্শক ও ১১৫ জন ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) এবং ২০১৬ সালে ২৯১ জন পরিদর্শক ও ৭২ জন টিআই তালিকাভুক্ত করা হয়। এছাড়া ২০১২ ও ২০১৪ সালে পদোন্নতির জন্য অন্তত ৫১৫ জন পরিদর্শকের নাম তালিকাভুক্ত করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us