সাত দিনে ৭০০ কোটি পার

প্রথম আলো প্রকাশিত: ০৬ জুলাই ২০২৪, ১২:৩০

‘কল্কি’–ঝড় যে উঠবে, তা আগাম বোঝা গিয়েছিল। কিন্তু এই ঝড় যে সব হিসাব–নিকাশ ‘এলোমেলো’ করে দেবে, তা হয়তো অনেকে আশা করতে পারেননি। প্রভাস-দীপিকা অভিনীত এই ছবি বক্স অফিসে একের পর এক নতুন রেকর্ড গড়ছে, আবার ভাঙছে। ‘কল্কি’ ২৮৯৮ এডি ছবিটি মুক্তির মাত্র সাত দিনে ৭০০ কোটি পার করে ফেলেছে। চলচ্চিত্র সংশ্লিষ্টদের অনুমান, নাগ অশ্বিন পরিচালিত ছবিটি আগামী দিনে আরও অনেক চমক দেখাবে। এখন থেকেই সিনেমাপ্রেমীরা এর দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করতে শুরু করে দিয়েছেন।


শুধু ভারতে নয়, বিদেশের মাটিতে ‘কল্কি’ দাপট দেখিয়ে চলেছে। দুনিয়াজুড়ে এই সায়েন্স-ফিকশনধর্মী ছবিটি ৭০০ কোটি পার করে ফেলেছে। বৈশ্বিক বক্স অফিসের নিরিখে ‘কল্কি’ এ বছরের সবচেয়ে আয়কারী ছবি হিসেবে শীর্ষে উঠে এসেছে। এর ঠিক পরে আছে ‘হনুমান’ ছবির নাম। আর তারপর আছে হৃতিক-দীপিকার ‘ফাইটার’ ছবিটি। অবশ্য হিন্দিবলয়ে বক্স অফিসে দৌড়ে এখনো একটু পিছিয়ে আছে ‘কল্কি’। এই ছবির হিন্দি সংস্করণ এখন পর্যন্ত ১৬২ দশমিক ৮ কোটি আয় করেছে। এ বছরের সবচেয়ে বেশি আয়কারী হিন্দি ছবির তালিকায় এখন ‘কল্কি’র স্থান চতুর্থ। এই ছবির আগে ‘ফাইটার’, ‘শয়তান’, আর ‘ক্রু’ ছবির নাম আছে। ‘কল্কি’ হিন্দি ছাড়া তামিল, তেলেগু, মালয়ালাম ও কন্নড় ভাষায় মুক্তি পেয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us