যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শেষে প্রকাশিত বুথফেরত জরিপে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির ভরাডুবির আভাস পাওয়া গেছে। এর প্রতিক্রিয়ায় ঋষি সুনাক সরকারের শ্রম ও পেনশন–বিষয়ক মন্ত্রী মেল স্ট্রিডি বলেছেন, কনজারভেটিভ পার্টির জন্য সবচেয়ে কঠিন সময় এটা।
ক্ষমতাসীন দলের এই রাজনীতিক বিবিসিকে বলেন, ‘বুথফেরত জরিপ বলছে, আমার অনেক সহকর্মী নিজেদের আসনে হারতে চলেছেন। এটার জন্য আমি খুবই দুঃখিত।’