বর্তমান প্রযুক্তির যুগে ফ্লপি ডিস্কের নাম শুনলে মনে হতেই পারে প্রাচীন যুগের কোনো ইতিহাসের কথা শুনছেন। তবে, এখনও বিশ্বের এমনকিছু দেশ ও সরকার রয়েছে যারা মৌলিক কিছু কাজের জন্য ফ্লপি ডিস্ক ব্যবহার করে থাকে।
এমনই একটি দেশ ছিল জাপান। অবশেষে জাপান সরকার ফ্লপি ডিস্কের ব্যবহার বন্ধ করছে।
বুধবার জাপানের ডিজিটাল এজেন্সি বিষয়টি ঘোষণা করেছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট। সরকারি কম্পিউটার ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে পুরনো ফ্লপি ডিস্কের ব্যবহার করত দেশটি।