নির্বাচনে এখনো জয়ের ক্ষীণ সম্ভাবনা দেখছেন প্রধানমন্ত্রী সুনাক

প্রথম আলো প্রকাশিত: ০৪ জুলাই ২০২৪, ১২:০০

পূর্বসূরি নেতাদের বিশৃঙ্খল মেয়াদ শেষে দলের নতুন নেতা হিসেবে আবির্ভাব ঘটেছিল ঋষি সুনাকের। তখন যুক্তরাজ্যের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি (টোরি) আশা করেছিল, সুনাক দল ও দেশে স্থিতিশীলতা আনতে পারবেন। কিন্তু সে আশা পূরণ হয়নি। এর বদলে দলটিকে নির্বাচনী ভরাডুবির শিকার হওয়ার দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছেন তিনি। ১৪ বছর ধরে দেশটিতে ক্ষমতায় রয়েছে দলটি।


নিজস্ব করপরিকল্পনা নিয়ে অসন্তোষের জেরে মাত্র ৪৯ দিনের প্রধানমন্ত্রিত্ব শেষে লিজ ট্রাসের স্থলে সুনাককে ক্ষমতায় বসান কনজারভেটিভ আইনপ্রণেতারা। সেটি ছিল ২০২২ সালের অক্টোবরের ঘটনা। পরে দেশের টালমাটাল অর্থনীতিতে একদিক থেকে স্থিতিশীলতা আনতেও সক্ষম হন ৪৪ বছর বয়সী ধনাঢ্য সুনাক। তবে দলের অভ্যন্তরে চলা তিক্ত বিবাদের অবসান ঘটানো কিংবা বিরোধী লেবার পার্টির প্রতি দেশবাসীর অব্যাহত সমর্থনে লাগাম টানতে ব্যর্থ হন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us