সম্প্রতি বিজ্ঞানীরা রোবটের শরীরে জ্যান্ত টিস্যু যোগ করার এমন এক উপায় খুঁজে পেয়েছেন, যার সহায়তায় রোবটরা হাসতে পারে এমনকি এদের চেহারাও ‘অনেক জীবন্ত’ দেখায়।
এই কৃত্রিম ত্বকের উদ্ভাবক টোকিও ইউনিভার্সিটি’র একদল গবেষক। তাদের দাবি, গবেষণাটি রোবটিক্স খাতে বেশ কিছু সুবিধা এনে দিতে পারে, যার মধ্যে রয়েছে রোবটের গতিশীলতা বৃদ্ধি, প্লাস্টিক সার্জনদের প্রশিক্ষণে সহায়তা এমনকি কসমেটিক বা প্রসাধন শিল্পেও এর প্রয়োগ হতে পারে।