কোম্পানির ওভারসাইট বোর্ডের সুপারিশে আরবি শব্দ ‘শহীদ’-এর ওপর থেকে কঠোর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফেইসবুকের মালিক মেটা প্ল্যাটফর্মস।
এ নিয়ে ওভারসাইট বোর্ডের বছরব্যাপী পর্যালোচনার পর দেখা গেছে, মেটার নিষেধাজ্ঞার পদ্ধতি ব্যাপক ‘বিস্তৃতি নিয়ে’ ছিল। এরই ধারাবাহিকতায়, মেটা মঙ্গলবার নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা জানিয়েছে বলে প্রতিবেদনে লিখেছে বার্তা সংস্থা রয়টার্স।