গত ২৪ ঘণ্টায় বৃষ্টির তীব্রতা অনেকটা কমলেও নোয়াখালী, ফেনী ও খাগড়াছড়ির নিচু এলাকার বন্যা পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। নোয়াখালী পৌরসভার নয়টি ওয়ার্ডের নিচু এলাকা এখনো জলমগ্ন। ফেনীর ফুলগাজী ও পরশুরামের কিছু গ্রামীণ সড়ক এখনো পানিতে তলিয়ে আছে। এ ছাড়া খাগড়াছড়ির দীঘিনালার মেরুং ও কবাখালী ইউনিয়নের ৮০০ পরিবার এখনো পানিবন্দী। প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন।
নোয়াখালীতে জলাবদ্ধতা
নোয়াখালী পৌরসভার জলাবদ্ধতা পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। শহরের লক্ষ্মীনারায়ণপুর, কৃষ্ণরামপুর, মাস্টারপাড়া, মাইজদী বাজার, সরকারি মহিলা কলেজ, রেলস্টেশন ও হরিনারায়ণপুর এলাকা ঘুরে দেখা গেছে, ওই সব এলাকার বেশির ভাগ সড়ক এখনো বৃষ্টির পানিতে ডুবে আছে। জলমগ্ন রয়েছে অপেক্ষাকৃত নিচু এলাকার বেশির ভাগ বাড়িঘর। পায়ের গোড়ালি পরিমাণ পানি জমে আছে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনেও।