বর্ষায় যেমন হবে অফিসের পোশাক

আজকের পত্রিকা প্রকাশিত: ০১ জুলাই ২০২৪, ২০:২৩

অফিসে কেমন পোশাক পরবেন, তা নির্ভর করে মূলত কর্মপরিবেশ ও ঋতুর ওপর। রোজ অফিসে মিটিং ও প্রফেশনাল ইন্টারভিউয়ে উপস্থিত থাকার সময় যেন আরামটাও থাকে, সেদিকে লক্ষ রাখা জরুরি। এখন চলছে বর্ষাকাল। এ সময় এমন পোশাক নির্বাচন করা উচিত, যাতে ঝড়-বৃষ্টিতে বিপাকে পড়তে না হয়। আবার পোশাকটি যেন নিজের ব্যক্তিত্ব প্রকাশ করে, রুচিসম্মত এবং অফিসের পরিবেশের সঙ্গে মানিয়ে যায়।



ক্যাজুয়াল নাকি ফরমাল
পোশাক ক্যাজুয়াল নাকি ফরমাল—কোনটির যুক্ততা আপনার কর্মস্থল ও ব্যক্তিত্বের সঙ্গে বেশি, সেটা বুঝে পোশাক নির্বাচন করতে হবে। করপোরেট হাউসগুলোয় ফরমাল বেশভূষাই মূলত প্রতিদিনের পরিধেয় হিসেবে বিবেচ্য। সে ক্ষেত্রে শাড়ি, সালোয়ার-কামিজ, স্যুট ইত্যাদি প্রেজেন্টেশন বা ক্লায়েন্টের সঙ্গে মিটিংয়ের দিনগুলোয় পরা হয়। সপ্তাহে এক দিন অবশ্য ক্যাজুয়াল ঘরানার পোশাক পরা যেতে পারে। সেদিন ফ্লেয়ার্ড স্কার্ট, ফতুয়া জিনস, সিঙ্গেল কামিজ ইত্যাদি ও হতে পারে। যেহেতু বর্ষা মৌসুম, তাই এমন কাপড় নির্বাচন করতে হবে, যাতে ভিজে গেলেও সহজে শুকিয়ে যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us