ব্রিটিশ আমলের ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ধারা বদলে তিনটি নতুন ফৌজদারি আইন আগেই পাস হয়েছিল। সোমবার থেকে তা চালু হয়েছে দেশটিতে।
অবশ্য চালু করার আগে এই আইনগুলো নিয়ে আরও বেশি আলোচনা-পর্যালোচনার প্রয়োজন ছিল বলে জানিয়েছে বিরোধীরা।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই আইন নিয়ে বলেছেন, এর ফলে ভারতে ফৌজদারি বিচারের গতি আগের চেয়ে অনেকটাই দ্রুত হবে। বস্তুত, এই তিনটি নতুন ফৌজদারি আইনকে স্বাগত জানিয়েছেন ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ও।