বৃষ্টিতে ছাতা ছাড়া নিস্তার নেই। তবে শুধু ছাতা নয়, রেইনকোটও ব্যবহার করেন কমবেশি সবাই। বর্ষায় ছাতা নাকি রেইনকোট কোনটি বেশি উপকারী, এ বিষয়ে অনেকের মধ্যে মতপার্থক্য আছে। যদিও এ দুটিই বৃষ্টির জন্য উপযোগী।
অনেকেই ছাতা বহন করতে বিরক্তবোধ করেন বলে রেইনকোট সঙ্গে রাখেন। কারণ রেইনকোট ভাঁজ করে হাতের ব্যাগসহ সামান্য জায়গাতেই রাখা যায়। চলুন জেনে নেওয়া যাক ছাতা নাকি রেইনকোট কোনটির ব্যবহার বেশি যুৎসই-
কভারেজ
একটি রেইনকোট সাধারণত একটি ছাতার চেয়ে বেশি কভারেজ দেয়। শুধু উপরের শরীর নয়, পায়ের দিকটাও কাভার করে রেইনকোট। বৃষ্টিতে বেশি সুরক্ষা পেতে ভালো মানের রেইনকোট বেছে নেওয়াই বুদ্ধিমানের কাজ।
সুবিধা
কিছু পরিস্থিতিতে ছাতা বহন করা বেশি সুবিধাজনক, এখন বাজারে ফোল্ডেবল অনেক ছাতা আছে। ফলে কম জায়গাতেই তা সঙ্গে বহন করা যায়। অন্যদিকে রেইনকোট সঙ্গে রাখা সব সময় সম্ভব নাও হতে পারে।