২০২৩-২৪ অর্থবছরে রাজস্ব আদায়ে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআরকে সংশোধিত যে লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়েছিল, সেটি পূরণ করতে হলে জুনে তাদের আদায় করতে হবে ৮৫ হাজার ৬২২ কোটি টাকার।
বিদায়ী অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী এনবিআরকে চার লাখ ৩০ হাজার কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দিয়েছিলেন। পরে তা সংশোধন করে ২০ হাজার কোটি টাকা কমিয়ে ৪ লাখ ১০ হাজার কোটি টাকা করা হয়।
অর্থবছরের প্রথম ১১ মাস (জুলাই-মে) শেষে এনবিআরের রাজস্ব আহরণ হয়েছে তিন লাখ ২৪ হাজার ৩৭৮ কোটি টাকা। অর্থাৎ প্রতি মাসে গড়ে আদায় হয়েছে সাড়ে ২৯ হাজার কোটি টাকার মত। অর্থাৎ শেষ মাসে এই ১১ মাসের তুলনায় প্রায় তিন গুণ টাকা আদায় করতে হবে।