গুগল লেন্সে পাওয়া যাবে নতুন সুবিধা

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৪, ১৯:৪০

ছবি তুলে বা ফোনের গ্যালারিতে থাকা ছবির মাধ্যমে অনলাইন থেকে নির্দিষ্ট বিষয়ে বিস্তারিত তথ্য খুঁজে পাওয়া যায় গুগল লেন্স ব্যবহার করে। এবার গুগল লেন্সের মাধ্যমে চাইলে শপিং মল বা দোকানে সাজিয়ে রাখা পণ্যের ছবি তুলে সেই পণ্যের বিস্তারিত তথ্য জানা যাবে। এমনকি পণ্যগুলোর বিষয়ে অন্য ক্রেতাদের মতামত জানার সুযোগও মিলবে।


গুগল জানাচ্ছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির নতুন এ সুবিধা ব্যবহার করতে হলে গুগল অ্যাপে ব্যবহারকারীদের অবস্থানের তথ্য শেয়ার করতে হবে। অবস্থানগত তথ্য শেয়ার করার পর ব্যবহারকারীর নিকটস্থ নির্দিষ্ট দোকানে থাকা পণ্য সম্পর্কে বিভিন্ন তথ্য দেখতে পারবেন। ফলে সহজেই তাঁরা পণ্যটি ভালো না মন্দ, তা তুলনা করতে পারবেন। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে বসবাসকারী অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীরা ওয়ালমার্ট, অ্যামাজনসহ বেশ কিছু প্রতিষ্ঠানে পণ্য কেনার সময় সুবিধাটি ব্যবহার করতে পারবেন।


জানা গেছে, গুগল লেন্সে যুক্ত হওয়া নতুন এ সুবিধা ব্যবহারের জন্য প্রথমে দোকানে থাকা নির্দিষ্ট পণ্যের ছবি তুলতে হবে। ছবিটি তাৎক্ষণিকভাবে গুগলের তথ্যভান্ডারে থাকা তথ্য পর্যালোচনা করে সেই পণ্যের বিবরণ, ক্রেতা পর্যালোচনা, দাম ও মজুতের তথ্য দেখাবে। প্রাথমিকভাবে এ সুবিধা কাজে লাগিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি প্রসাধনসামগ্রী, খেলনা ও বৈদ্যুতিক যন্ত্রের তথ্য জানা যাবে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us