ব্যাটারদের ব্যর্থতায় ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের আগেই ছিটকে গেছে বাংলাদেশ। সুপার এইটে বিদায়ঘণ্টা বেজে গেলেও টুর্নামেন্ট জুড়ে বাংলাদেশের বোলিংটা ছিল দুর্দান্ত। তানজিম হাসান সাকিব-রিশাদ হোসেনরা ব্যাটারদের দারুণ পরীক্ষায় ফেলেছেন। বিশ্বকাপের সেরা দশে এখনো আছেন দুই বাংলাদেশি।
সেন্ট ভিনসেন্টে গতকাল বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ দিয়ে শেষ হয়েছে বিশ্বকাপের সুপার এইট পর্ব। ১৬ ও ১৫ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ দুই উইকেট শিকারি ফজলহক ফারুকি ও আর্শদীপ সিং। ১৪ উইকেট নিয়ে যৌথভাবে তিনে দুই লেগস্পিনার রশিদ খান ও রিশাদ। রিশাদ বোলিং করেছেন ৭.৭৬ ইকোনমিতে। সাকিব আল হাসানকে পেছনে ফেলে বাংলাদেশের বোলারদের মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপে এক আসরে সর্বোচ্চ উইকেট নেওয়ার কীর্তি এখন রশিদের। গতির ঝড় ও নিখুঁত লাইন-লেংথে ব্যাটারদের ভড়কে দিয়ে নজর কেড়েছেন তানজিম সাকিব। বাংলাদেশের তরুণ বোলার ৬.২০ ইকোনমিতে নিয়েছেন ১১ উইকেট।