পুরোনো অ্যান্ড্রয়েড স্মার্টফোন লক্ষ্য করে উন্মুক্ত প্রোগ্রামিং সংকেতের (ওপেনসোর্স) ক্ষতিকর প্রোগ্রাম বা ম্যালওয়্যার র্যাফেল র্যাট দিয়ে র্যানসমওয়্যার হামলা চালাচ্ছেন সাইবার অপরাধীরা। এই ম্যালওয়্যার দিয়ে হামলা চালিয়ে যন্ত্র বিকল, লক ও তথ্য চুরি করছেন হ্যাকাররা। এরপর ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে ‘মুক্তিপণ (র্যানসম)’ হিসেবে অর্থ দাবি করা হচ্ছে।
সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান চেক পয়েন্টের গবেষক অ্যান্টনিস টেরেফোস ও বোহদান মেলনিকভ র্যাফেল র্যাট ম্যালওয়্যার দিয়ে শতাধিক র্যানসমওয়্যার হামলার ঘটনার সন্ধান পেয়েছেন। যেসব সাইবার অপরাধী দল এই হামলার সঙ্গে জড়িত, তারা এর আগেও এমন সাইবার হামলা করেছে বলে জানা গেছে।