গলাব্যথা ও জ্বরে ভোগা মেসির চোট নিয়ে দুশ্চিন্তা

প্রথম আলো প্রকাশিত: ২৬ জুন ২০২৪, ১৩:২৩

চিলিকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে দুবার গোলের সুযোগ পেয়েছিলেন লিওনেল মেসি। ৩৬ মিনিটে তাঁর দূরপাল্লার শট চিলির পোস্টে লেগেছে। ৬৭ মিনিটে বক্সের ভেতর সতীর্থের পাস থেকে সুযোগ পেয়েছিলেন। একটু কঠিন সে সুযোগ কাজে লাগাতে পারেননি। তবে মেসি এই ম্যাচে পুরোপুরি ফিট ছিলেন না বলে জানিয়েছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস। সেটি অবশ্য আন্দাজ করে নেওয়া যায় ম্যাচের ২৪ মিনিটে তাঁর আর্জেন্টিনার চিকিৎসক দলের শরণাপন্ন হওয়ায়।


চিকিৎসকদের শরণাপন্ন হওয়ার আগে দুবার কড়া ট্যাকলের শিকার হন মেসি। চিলি লেফটব্যাক গ্যাব্রিয়েল সুয়াজোর ট্যাকলটি বেশ কড়াই ছিল। ডান পায়ের ঊরুতে স্বস্তিবোধ না করায় ডাগআউটের বেঞ্চে চিকিৎসকদের প্রতি মাথা ঝুঁকিয়ে ইশারা করেন মেসি। প্রাথমিক চিকিৎসকের দল তৎক্ষণাৎ মাঠে ঢুকে তাঁর চোট পাওয়া স্থানে আইস (বরফ) ও ম্যাসাজ দিয়েছেন। ম্যাচে পুরো সময় মাঠে ছিলেন আর্জেন্টাইন তারকা। তবু একটু দুশ্চিন্তা তো থেকেই যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us