১৮ জুন সেন্ট লুসিয়ায়, ২০ জুন বার্বাডোজে আর ২৩ জুন সেন্ট ভিনসেন্টে—এক সপ্তাহের কম সময়ের মধ্যে তিনটি দেশে খেলেছে আফগানিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপে এক ভেন্যু থেকে আরেক ভেন্যুতে বেশ দৌড়ঝাঁপই চলছে রশিদ খানদের। এই যাতায়াত ও খেলার ব্যস্ততার মধ্যেই আফগানিস্তানের কোনো কোনো ক্রিকেটারকে রাঁধুনির কাজও করতে হচ্ছে। নিজেদের রান্না করা খাবারই যে খাচ্ছেন তাঁরা।
ভিন্ন একটি দেশে বা অঞ্চলে দীর্ঘদিনের জন্য খেলতে গেলে নিজস্ব ব্যবস্থাপনায় রান্নাবান্নার ঘটনা নতুন কিছু নয়। খাদ্যাভ্যাস, নিজস্ব সংস্কৃতি বজায় রাখা কিংবা প্রয়োজনীয় মানের খাবারের অভাবসহ বিভিন্ন কারণে এমনটা ঘটে থাকে। কিন্তু আফগানিস্তান দলের এই নিজস্ব রান্নাব্যবস্থায় যাওয়ার কারণ কী?