যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। সরকারি এই প্রতিষ্ঠানের মাধ্যমেই দেশের সকল ফেডারেশন, ক্রীড়া সংস্থা ও ক্রীড়া স্থাপনা দেখভাল হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী পদাধিকার বলে জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান। জাতীয় ক্রীড়া পরিষদের দাপ্তরিক প্রধান হিসেবে কাজ করেন সচিব। এনএসসি অ্যাক্টের নতুন সংশোধনীতে সচিবের পদের বিলুপ্তি হয়ে নির্বাহী পরিচালক হচ্ছে।
ক্রীড়াঙ্গনে ‘এনএসসি সচিব’ শব্দটি বেশ আলোচিত ও সমাদৃত। তবে সরকারি নির্দেশনার জন্যই এই পদের বিলুপ্তি ঘটছে। জাতীয় ক্রীড়া পরিষদের আইন কর্মকর্তা কবিরুল হাসান বলেন,‘মন্ত্রীপরিষদের একটি নির্দেশনা ছিল সচিব শুধু মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ সচিবরাই ব্যবহার করবেন। মন্ত্রণালয়ের অধীনস্থ অন্য কোনো প্রতিষ্ঠান বা দপ্তরে সচিব ব্যবহার না করার। সেই নির্দেশনার আলোকে জাতীয় ক্রীড়া পরিষদ সচিবের পরিবর্তে নির্বাহী পরিচালক করে এনএসসি অ্যাক্ট ২০২৩ সংশোধনী প্রস্তাবনা নেওয়া হয়েছে।’