যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘ পাঁচ দশকের পেট্রোডলার চুক্তি থেকে বেরিয়ে এসেছে সৌদি আরব। সম্প্রতি এ চুক্তির মেয়াদ শেষ হয়েছে, কিন্তু সৌদি সরকার সেই চুক্তি আর নবায়নে আগ্রহী নয়। এর জেরে ভূরাজনীতি ও অর্থনীতিতে ধাক্কা আসবে বলেই ধারণা করা হচ্ছে।
১৯৭৪ সালের ৮ জুন যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে পেট্রোডলার চুক্তি সই হয়েছিল। ৯ জুন তার মেয়াদ শেষ হয়েছে। কিন্তু ভূরাজনীতির পরিবর্তিত বাস্তবতায় সৌদি আরব সেই চুক্তি নবায়ন করতে আর আগ্রহী নয়। খবর নাসডাক ডটকম।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর যেভাবে ডিডলারাইজেশন প্রক্রিয়া গতি পেয়েছে, এ চুক্তির নবায়ন না হওয়া তার পালে আরও হাওয়া দেবে বলেই ধারণা করা হচ্ছে। ঠিক যেমন এই চুক্তির বদৌলতে বিশ্ববাণিজ্যে মার্কিন ডলারের ব্যবহার বেড়েছিল।