তানজিমের রেকর্ডময় বোলিংয়ে বাংলাদেশেরও একগুচ্ছ রেকর্ড

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৭ জুন ২০২৪, ১৩:৩২

কুশাল ভুর্তেলের ব‍্যাটের কানায় লেগে প্রথম বলেই বাউন্ডারি ‘হজম’ করলেন তানজিম হাসান। এরপর টানা ১৯ বলে তার বিপক্ষে ব্যাট থেকে রান নিতে পারল না নেপাল! বিপরীতে পড়ল ৩টি উইকেট। স্পেলের শেষ বলে তানজিম ধরলেন আরও এক শিকার। একইসঙ্গে গড়লেন একগাদা রেকর্ড।


তানজিমের আগুনে বোলিংয়ের দিন ব্যাটসম্যানদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করেন মুস্তাফিজুর রহমানও। দুই পেসারের উজ্জ্বল পারফরম্যান্সে মাত্র ১০৬ রানের পুঁজি নিয়েও অনায়াস জয়ে সুপার এইটে নাম লেখাল বাংলাদেশ। তানজিমের মতো দলগতভাবেও বেশ কয়েকটি রেকর্ড গড়ল বাংলাদেশ।


একনজরে দেখে নেওয়া যাক সেসব রেকর্ড



  • টি-টোয়েন্টি বিশ্বকাপে এর চেয়ে কম রান করে জয়ের নজির নেই আর কোনো। চলতি আসরে বাংলাদেশের বিপক্ষে ১১৩ রান করে দক্ষিণ আফ্রিকার ৪ রানে জয় ছিল আগের রেকর্ড।

  • চার ম্যাচে ৩ জয়ে সুপার এইটে নাম লেখাল বাংলাদেশ। অবিশ্বাস্য হলেও সত্যি, এর আগে কখনও এক বিশ্বকাপে তিনটি ম্যাচ জিততে পারেনি তারা!

  • ১০৭ রানের লক্ষ্যে মাত্র ৮৫ রানে গুটিয়ে যায় নেপাল। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় সর্বনিম্ন স্কোর এটি। ২০১৪ সালে আফগানিস্তানকে ৭২ রানে অলআউট করেছিল তারা।

  • টি-টোয়েন্টি বিশ্বকাপে এক ম্যাচে দুই দলেরই অলআউট হওয়ার তৃতীয় ঘটনা এটি। এর আগে ২০১০ সালে অস্ট্রেলিয়া-পাকিস্তান এবং ২০১৪ সালে শ্রীলঙ্কা-নিউ জিল্যান্ড ম্যাচে দুই দলই গুটিয়ে গিয়েছিল।

  • আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পুরো ৪ ওভার বোলিং স্পেলে বাংলাদেশের সবচেয়ে কম রান খরচের রেকর্ড এটি। একই ম্যাচে মুস্তাফিজুর রহমান নেন ৭ রানে ৩ উইকেট। গত মাসে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৪ ওভারে ৭ রান দিয়েছিলেন রিশাদ হোসেন।

  • টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে এক ম্যাচে দুটি মেডেন নিলেন তানজিম। সব মিলিয়ে এই কীর্তিতে বিশ্বের ষষ্ঠ বোলার তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us