নিরাপত্তা উদ্বেগে এবার রিকল আনার তারিখ পেছাল মাইক্রোসফট

প্রথম আলো প্রকাশিত: ১৫ জুন ২০২৪, ২৩:২৩

নিরাপত্তা উদ্বেগের জন্য রিকল সুবিধায় পরিবর্তনের ঘোষণার পর এবার সুবিধাটি বাজারে আনার তারিখ পরিবর্তনের ঘোষণা দিল মাইক্রোসফট করপোরেশন। সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবটযুক্ত ‘কোপাইলট প্লাস পিসি’ ল্যাপটপ কম্পিউটার ও রিকল সুবিধা চালুর ঘোষণা দেয় মাইক্রোসফট। ১৮ জুন থেকে মাইক্রোসফটের কোপাইলট প্লাস পিসিতে এআই প্রযুক্তিনির্ভর রিকল সুবিধা ব্যবহার করা যাবে বলে জানানো হয়। কিন্তু গত বৃহস্পতিবার এক ব্লগে মাইক্রোসফট জানায়, এখনই রিকল কোপাইলট প্লাস পিসিতে যুক্ত হচ্ছে না।


জানানো হয়েছে, রিকল এখন সবার জন্য উন্মুক্ত না করে শুধু প্রাথমিকভাবে উইন্ডোজ ইনসাইডার প্রোগ্রামের (ডব্লিউআইপি) প্রিভিউ হিসেবে চালু করা হবে। ডব্লিউআইপিতে অবশ্য ১৮ জুন থেকেই রিকলের প্রিভিউ সংস্করণ ব্যবহার করা যাবে। ডব্লিউআইপিতে নির্দিষ্টসংখ্যক ব্যবহারকারী রিকল সুবিধাটি ব্যবহারের সুযোগ পাবেন এবং তাঁদের মতামত দিতে পারবেন। প্রিভিউ সংস্করণের ব্যবহারকারীদের মতামতের ওপর নির্ভর করে রিকলে পরবর্তীকালে পরিবর্তনও আনবে প্রতিষ্ঠানটি। এরপর কোপাইলট প্লাস পিসিতে রিকল সুবিধাটি সবার জন্য উন্মুক্ত করা হবে।




সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us